বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মৌলভীবাজার সদর-রাজনগর আসনের সাবেক এমপি এম নাসের রহমান শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজনগর সরকারি কলেজ মাঠে আয়োজিত কর্মী সমাবেশে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, ভারতীয় অনলাইন মিডিয়াগুলো বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার মিথ্যা প্রচারণা চালাচ্ছে।
তিনি বলেন, “রাজনগরের কুশিয়ারা নদীর পাড় থেকে কামারচাক পর্যন্ত হাজার হাজার হিন্দু পরিবার বসবাস করছে। কোথাও কোনো হিন্দু পরিবারের ওপর হামলা হয়নি বা কোনো মন্দিরে আক্রমণ হয়নি।”
এম নাসের রহমান অভিযোগ করেন, ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে মিথ্যাচার করছে। তিনি বিএনপি নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে এসব অপপ্রচারের জবাব দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি হিন্দু সম্প্রদায়কে এগিয়ে এসে এই মিথ্যাচারের বিরোধিতা করার আহ্বান জানান, কারণ তাদের বক্তব্য বেশি গ্রহণযোগ্য হবে।
এ কর্মী সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে এবং আবুল কালাম বেলালের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়ছল আহমদ চৌধুরী, এডভোকেট আবেদ রাজা, মোয়াজ্জেম হোসেন মাতুক, এবং স্বাগত কিশোর দাস চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
এম নাসের রহমান আরো বলেন, “বিএনপির কোনো নেতা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবে এবং বিএনপির অংশ হবে, এটা গ্রহণযোগ্য নয়। এমন নেতাদের দলীয় কোনো পর্যায়ের কমিটিতে রাখা যাবে না।”
তিনি রাজনগর ও আশপাশের এলাকার উন্নয়ন প্রসঙ্গে বলেন, “এমপি না হয়েও আমি রাজনগর-বালাগঞ্জ সড়ক, মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কসহ তিনটি প্রকল্প পাস করিয়েছি। অথচ আওয়ামী লীগ সরকারের আমলে রাজনগরের তেমন কোনো উন্নয়ন হয়নি।”
সমাবেশে বক্তারা দলীয় ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামীর আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।