রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বাদ আছর উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গন হতে এ শোভাযাত্রাটি বের হয়ে মহাসড়ক দিয়ে জমিদার ব্রিজ ঘুরে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অর্ধশতাধিক মোটরসাইকেলে শতাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজবাড়ীতে জেলা জামায়াতের কর্মী সম্মেলনকে সফল করতে এবং সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া পারওয়ার এর আগমনকে স্বাগত জানিয়ে এ শোভাযাত্রাটির আয়োজন করা হয়।
শোভাযাত্রায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম আযম মীর, সেক্রেটারি এ্যাডঃ মোশারফ হোসেন, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মো. জালাল উদ্দীন, সেক্রেটারি মাসুদুর রহমান , উপজেলা জামায়াতের কোষাধ্যক্ষ আইয়ুব মিয়া, ছোট ভাকলা ইউনিয়ন জামায়াতের আমির ইমরান হোসেন, জামায়াত নেতা আব্বাস হোসেন প্রমূখ উপস্হিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।