দীর্ঘদিন পর আবারো হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি হচ্ছে মাস্ক মিলন (বাঙ্গি) ফল। বন্দরের আমদানিকারকরা জানিয়েছেন, দেশের বাজারে এই ফলের চাহিদা বাড়ছে, বিশেষ করে রমজান মাসে। এজন্য তারা ভারত থেকে এই ফল আমদানি করেছেন। মাস্ক মিলন ফলের আমদানির ফলে সরকারী রাজস্ব বৃদ্ধির পাশাপাশি বন্দর কর্তৃপক্ষ ও শ্রমিকদের আয় বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় একটি ট্রাকে প্রায় ৮ টন ৭শ কেজি মাস্ক মিলন নিয়ে একটি চালান বাংলাদেশে প্রবেশ করে। এই চালানটি হিলি বন্দরের রোশনি ট্রেডার্স নামক আমদানিকারক প্রতিষ্ঠান দ্বারা আমদানি করা হয়েছে। এর আগে গত বছরের ১০ এপ্রিল হিলি বন্দরের মাধ্যমে মাস্ক মিলন ফল আমদানি হয়েছিল। এরপর দীর্ঘ সময় বন্ধ থাকার পর এই ফল আবারো আমদানি হচ্ছে।
আমদানিকারকের প্রতিনিধি ওয়াহেদুর রহমান রিপন বলেন, "রমজান মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ফলের চাহিদা বাড়ে। সেই চাহিদা পূরণের জন্য এবং বাজারে চাহিদার কথা বিবেচনা করে আজ বছরের প্রথমবারের মতো ভারত থেকে মাস্ক মিলন ফল আমদানি করা হয়েছে।" প্রথম চালানে ৮ টন ৭শ কেজি মাস্ক মিলন ফল আমদানি করা হয়েছে।
এই মাস্ক মিলন ফল রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হবে। ব্যবসায়ীরা আশা করছেন, এ ধরনের আমদানির ফলে দেশের ফলের বাজারে আরো বৈচিত্র্য আসবে এবং বাজারে প্রতিযোগিতাও বাড়বে। এতে দেশে ফলের মূল্য স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ফলটি গরমকালে জনপ্রিয় এবং রমজানে তার চাহিদা বৃদ্ধি পায়। হিলি স্থলবন্দর দিয়ে মাস্ক মিলন ফলের আমদানি বৃদ্ধি পাওয়ায় স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ জনগণের জন্যও তা ভালো খবর।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।