গোপালপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় পালিত

নিজস্ব প্রতিবেদক
মোঃ নুর আলম উপজেলা প্রতিনিধি - গোপালপুর , টাঙ্গাইল
প্রকাশিত: শনিবার ১৪ই ডিসেম্বর ২০২৪ ১০:৩৪ অপরাহ্ন
গোপালপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় পালিত

টাঙ্গাইলের গোপালপুরে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। 


উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে, উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তুহিন হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, গোপালপুর থানা অফিসার ইনচার্জ ওসি গোলাম মোখতার আশরাফ, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, মুক্তিযোদ্ধা সমরেন্দ্র নাথ বিমল, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, শিক্ষার্থী ফারিয়া জাহান মুন সহ আরও অনেকে। 


আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের কালরাতে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সহযোগী বাহিনীর হাতে নিহত বুদ্ধিজীবীদের স্মরণ করেন। তারা বলেন, স্বাধীনতার পক্ষে যারা সংগ্রাম করেছিলেন, তাদের নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। সেই বুদ্ধিজীবীরা জাতির জন্য তাদের প্রাণ বিলিয়ে দিয়ে দেশকে আলোর দিকে নিয়ে গিয়েছিলেন। 


বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের স্মৃতি চিরকাল আমাদের জাতির মজ্জায় বয়ে যাবে। ১৪ ডিসেম্বরের হত্যাযজ্ঞ একটি কলঙ্কজনক অধ্যায়, যা দেশের ইতিহাসে কখনও মুছে যাবে না। 


শেষে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 


এছাড়া গোপালপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা এবং শিক্ষার্থীরা অংশ নেয়।