শ্রীমঙ্গলে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: শনিবার ১৪ই ডিসেম্বর ২০২৪ ১০:৩০ অপরাহ্ন
শ্রীমঙ্গলে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের পৌর শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, মোমবাতি প্রজ্জ্বলন এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। 


শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম। তাদের বক্তব্যে শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও দেশের প্রতি তাদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। 


উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি দাস, সমবায় কর্মকর্তা অসীম কুমার কর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 


এদিন সন্ধ্যায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পৌর শহীদ মিনারে উপস্থিত নেতৃবৃন্দরা শ্রদ্ধা নিবেদন শেষে মোমবাতি প্রজ্জ্বলন করেন। এরপর এক মনোযোগী আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে শহীদ বুদ্ধিজীবীদের অবদান এবং তাঁদের ত্যাগের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। 


উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসররা দেশের বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে একটি কালো অধ্যায়ের সৃষ্টি করেছিল। এই দিনটি জাতি শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করে তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানায়। 


শ্রীমঙ্গল শহরের এই অনুষ্ঠানটি ছিল একটি শোকগাঁথা, যা বাঙালি জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিনকে স্মরণ করিয়ে দেয়।