হিলিতে উপজেলা শিক্ষক-কর্মচারী ইউনিয়নের ১৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: শুক্রবার ১৩ই ডিসেম্বর ২০২৪ ০৫:৫৩ অপরাহ্ন
হিলিতে উপজেলা শিক্ষক-কর্মচারী ইউনিয়নের ১৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হিলিতে উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের (কা্লব) ১৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন কা্লব এর জেলা ব্যবস্থাপক অরুণ কুমার এবং সভাপতিত্ব করেন হাকিমপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা। অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আসা প্রতিনিধি ও সদস্যরা উপস্থিত ছিলেন। 


বক্তৃতা দেওয়া অন্যান্য নেতাদের মধ্যে ছিলেন বিরামপুর কা্লব চেয়ারম্যান মুক্তি হামদ খান, ফুলবাড়ি উপজেলা কা্লব চেয়ারম্যান আবুল হাসান মিলন, সদস্য প্রভাষক মোঃ শরিফুল (লাবু), সহকারী শিক্ষিকা মোছাঃ মালেকা বেগম, মোঃ তৌহিদুল ইসলাম প্রমুখ। এছাড়া, উপজেলা কা্লব এর সহসভাপতি রবিউল ইসলাম টুটুল, ট্রেজারার আজিনুর রহমান, ডিরেক্টর নার্গিস পারভীন, কাওসার রহমান, উপজেলা স্কাউটস এর কমিশনার আনোয়ারুল ইসলাম টুকু, সাঃ সম্পাদক তাজ উদ্দিন, ও বিভিন্ন শাখার ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। 


অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সেলিম রেজার স্বাগত বক্তব্যের পর, বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাঃ সম্পাদক মোঃ মামুনুর রশীদ। 


সভায় বক্তারা ইউনিয়নের সদস্যদের বিভিন্ন সুবিধা, সঞ্চয়, আমানত জমা ও কিস্তি পরিশোধ নিয়ে আলোচনা করেন। বিশেষ করে, শিক্ষক-কর্মচারীদের জন্য এই ক্রেডিট ইউনিয়ন কতটা গুরুত্বপূর্ণ, সে বিষয়ে আলোচনা করা হয়। 


এছাড়া, সভায় সদস্যদের বিভিন্ন ক্ষেত্রে অর্জন পুরস্কৃত করা হয়। তিনটি ক্যাটাগরিতে (নিয়মিত সর্বোচ্চ সঞ্চয় জমা, আমানত জমা, ও কিস্তি পরিশোধ) সদস্যদের বিশেষ পুরস্কৃত করা হয়। এছাড়া, সব সদস্যকেই সম্মাননা দেয়া হয়। 


এই সভার মাধ্যমে শিক্ষক-কর্মচারী ইউনিয়নের সঞ্চয় ও ঋণ কার্যক্রমের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং ভবিষ্যতে আরও কার্যকরী পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।