টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির, উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: শনিবার ৩০শে নভেম্বর ২০২৪ ০৫:৫১ অপরাহ্ন
টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল আলম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। 


টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত নুরুল আলম ওই এলাকার লাল মিয়ার ছেলে এবং প্রতিদিনের মতো শনিবার ভোরে স্থানীয় মসজিদে নামাজ আদায় করতে যান। নামাজ শেষে বাড়ির পিছনের পান বরজে পানি দিতে গিয়ে বৈদ্যুতিক পাম্প চালু করতে গিয়ে অসতর্কতার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। 


পরে স্থানীয়রা তার শোর চিৎকার শুনে দ্রুত তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


ওসি গিয়াস উদ্দিন জানান, ঘটনাটি একটি দুঃখজনক দুর্ঘটনা ছিল এবং মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। তাই, মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 


এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানায়, নুরুল আলম একজন শান্ত স্বভাবের মানুষ ছিলেন এবং তার মৃত্যু এলাকাবাসীর জন্য অত্যন্ত শোকাবহ। 


বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে বিদ্যুৎ পাম্প বা অন্য যন্ত্রপাতি ব্যবহার করার সময় সচেতনতা অবলম্বন করার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে।