হিজলায় প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: রবিবার ২৯শে সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩১ অপরাহ্ন
হিজলায় প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি

বরিশালের হিজলা উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে শিক্ষকরা ‘১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার’ স্লোগান দিয়ে তাদের দাবি তুলে ধরেন।


উত্তর বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রুহুল আমিন রুবেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সায়েদুল আলম, বড়জালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তরিকুল ইসলাম, এবং মধ্য কোড়ালিয়া মাসকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মুজাহিদুল ইসলাম। তারা দাবি জানান, প্রাথমিক শিক্ষকদের জন্য ১০ম গ্রেডের বাস্তবায়ন জরুরি।


শিক্ষকরা বলেন, “বর্তমানে প্রাথমিক শিক্ষকদের জন্য ১২তম গ্রেডের প্রস্তাবনা এসেছে, যা আমরা মেনে নিতে পারছি না। ১০ম গ্রেড আমাদের অধিকার, এবং এটি আমাদের পেশাদারিত্বের মূল্যায়ন করে।”


এছাড়া হিজলা উপজেলা বিএনপির সদস্যসচিব এড. দেওয়ান মনির হোসেন এবং যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন এই দাবির প্রতি সমর্থন জানান। তারা বলেন, “শিক্ষকদের দাবি বাস্তবায়নে রাজনৈতিক দলের প্রতি আমাদের সমর্থন থাকবে। শিক্ষা ব্যবস্থা উন্নত করতে হলে শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে দিতে হবে।”


মানববন্ধনে উপস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরাও শিক্ষকদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন। তারা বলেন, “শিক্ষকরা দেশের ভবিষ্যৎ তৈরি করেন, তাই তাদের মর্যাদা দিতে হবে। ১০ম গ্রেডের দাবি মেনে নেওয়া উচিত।”


মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, “শিক্ষকদের দাবি মেনে নিয়ে শীঘ্রই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। শিক্ষকেরা দেশের মেরুদণ্ড, তাদের সঠিক মূল্যায়ন হলে শিক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে।”


শিক্ষকদের এই মানববন্ধন কর্মসূচি স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। শিক্ষকরা আশা করেন, তাদের দাবি যত দ্রুত সম্ভব বাস্তবায়িত হবে, যাতে তারা আরও উৎসাহ নিয়ে শিক্ষার্থীদের শিক্ষা দিতে পারেন।