বিজিবির মধ্যস্থতায় মিয়ানমার থেকে ফিরলেন ১৫ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির,নিজস্ব প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৭শে ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩৫ অপরাহ্ন
বিজিবির মধ্যস্থতায় মিয়ানমার থেকে ফিরলেন ১৫ বাংলাদেশি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মধ্যস্থতায় মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক ১৫ জন বাংলাদেশি ও ১৪ জন রোহিঙ্গা জেলে স্বদেশে ফিরে এসেছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় বিজিবির দীর্ঘ আলোচনা ও তৎপরতার পর তাদের মুক্ত করা হয়। ফেরত আসা জেলেরা কক্সবাজারের টেকনাফের বিভিন্ন এলাকার বাসিন্দা। 


টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, গত ১১ ও ২০ ফেব্রুয়ারি টেকনাফের শাহপরীরদ্বীপ, কে কে খাল ও খারাংখালী এলাকা থেকে ২৯ জন জেলে ছয়টি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে মাছ ধরতে যায়। কিন্তু ভুলবশত তারা বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত অতিক্রম করে ফেললে আরাকান আর্মি তাদের আটক করে। 


আটকের পরপরই বিজিবি তাদের মুক্ত করতে তৎপর হয় এবং দীর্ঘ আলোচনা ও মধ্যস্থতার মাধ্যমে তাদের ফিরিয়ে আনতে সক্ষম হয়। ফিরে আসা বাংলাদেশি জেলেদের মধ্যে রয়েছে মো. হাসান, মো. জাবেদ, মো. আ. রহিম, মো. নুরুল আলম, মো. কালা মিয়া, মো. লাইল্যা, মো. ইউনুছসহ আরও অনেকে। পাশাপাশি ফেরত আনা ১৪ জন রোহিঙ্গা শরণার্থীর মধ্যে রয়েছে ফারুক মাঝি, কেফায়েত উল্লাহ, মো. ইব্রাহিম, তৈয়ব আলী, সৈয়দ উল্লাহ মাঝি, নেজামুদ্দিনসহ আরও কয়েকজন। 


টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, বিজিবির প্রচেষ্টায় ২৯ জন জেলের নিরাপদ প্রত্যাবর্তন সম্ভব হয়েছে, যা দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবির অগ্রগণ্য ভূমিকার প্রমাণ। বিজিবির এক কর্মকর্তা জানান, সীমান্ত সুরক্ষায় বিজিবি সবসময় দায়িত্বশীল ও প্রস্তুত। তাদের কঠোর তদারকি ও সমন্বয়ের ফলে এই উদ্ধার অভিযান সফল হয়েছে। 


এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা বিজিবির প্রশংসা করেছেন এবং তাদের কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন। বিজিবির এই সফল অভিযান সীমান্ত অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে তাদের দক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে।