রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পৌর শাখার সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয়তাবাদী মহিলা দল পৌর শাখার আয়োজনে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা দল রাজবাড়ী জেলা শাখার সভাপতি কুমকুম নজরুল।
মহিলা দল গোয়ালন্দ পৌর শাখার সভাপতি মোছাঃ রাজিয়া দেলোয়ারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা দলের সহসভাপতি ফারজানা ইয়াসমিন ডেইজি। প্রধান বক্তা ছিলেন, মহিলা দল জেলা শাখার সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার (পিয়া)। বক্তা ছিলেন, সাংগঠনিক সম্পাদক মোছাঃ রাজিয়া বেগম, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ন সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা মহিলা দলের সভাপতি সালেহা আক্তার বুলবুলি, সাধারণ সম্পাদক মোছাঃ সারমিন হালিম, উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, পৌর বিএনপি'র সাবেক সভাপতি এ্যাড. এ বি এম আব্দুস সাত্তার, পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাস প্রমুখ।
সভা সঞ্চালনা করেন গোয়ালন্দ পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক মোছাঃ রাশিদা আক্তার লিপি।
এসময় বক্তারা বলেন, আমাদের অর্জিত স্বাধীনতা রক্ষা করা এখন বিএনপি'র প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব। ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ভাই-বোনদের আত্মত্যাগে আমরা যে স্বাধীনতা ফিরে পেয়েছি, তা আমাদের প্রতিটি পদক্ষেপে মূল্যায়িত করতে হবে। গণতন্ত্র, বাক স্বাধীনতা এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের আজ ঐক্যবদ্ধ হতে হবে। দেশের মানুষের জন্য কাজ করে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে।
তারা আরো বলেন, ‘এই স্বাধীনতা যেন আর কখনো অপহৃত না হয়, সে জন্য আমাদের সাহসী হতে হবে, সৎ হতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় শক্তভাবে দাঁড়াতে হবে। দেশপ্রেম, সততা এবং নিষ্ঠার মাধ্যমে দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুরক্ষিত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। আমাদের প্রত্যেককে মানুষের কল্যাণে নিজেদের উৎসর্গ করতে হবে, কারণ এই দেশ আমাদের সবার।’
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।