সরকারি মোটরসাইকেল গোপনে ব্যবহার, বদলগাছীতে ছাত্রদল নেতা আটক

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: শনিবার ২৩শে নভেম্বর ২০২৪ ০৮:৩১ অপরাহ্ন
সরকারি মোটরসাইকেল গোপনে ব্যবহার, বদলগাছীতে ছাত্রদল নেতা আটক

নওগাঁর বদলগাছীতে সরকারি মোটরসাইকেল গোপনে ব্যবহার করার অভিযোগে উপজেলা ছাত্রদলের সদস্য আসাদুজ্জামান ভুট্রু (৪২) কে আটক করে পুলিশ। তবে পুলিশি আটকের পর তাকে আবারও ছেড়ে দেওয়া হয়, যার ফলে এলাকায় চলছে নানা আলোচনা ও সমালোচনা। 


স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৭ টায় হাটখোলা বাজারের একটি চায়ের দোকান থেকে আসাদুজ্জামান ভুট্রুকে আটক করা হয়। অভিযোগ, তিনি সরকারি মোটরসাইকেলটি গোপনে ব্যবহার করছিলেন। কিন্তু, এক রাতের নাটকীয়তা শেষে গভীর রাত ২ টায় তাকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ ও ছাত্রদলের সদস্যদের মধ্যে 'আটক-ছেড়ে দেওয়ার খেলা' শুরু হওয়ায় স্থানীয়রা বিষয়টি নিয়ে নানা রকম আলোচনা করছে।


ভুট্রু নিজের দাবি করেছেন, "আমাকে রাত ৭ টায় আটক করা হয় এবং রাত ২ টায় ছেড়ে দেয়া হয়। আমি কোনো মোটরসাইকেল চুরি করিনি, বরং একটি মাধ্যমে আমি মোটরসাইকেলটি ব্যবহার করছিলাম।" তার মতে, তার রাজনৈতিক প্রতিপক্ষরা এই ঘটনাটি ঘটিয়েছে এবং এতে তার মান-সম্মান হানি হয়েছে। 


অপরদিকে, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্জাহান আলী জানান, "আমরা সরকারি মোটরসাইকেল ব্যবহার নিয়ে আসাদুজ্জামান ভুট্রুকে থানায় ডেকে আনি। সে কিছু উল্টাপাল্টা কথা বলছিল, তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল।" তিনি আরও জানান, আটক ব্যক্তিকে জিডি মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে এবং বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান করা হয়েছে।


স্থানীয়রা জানিয়েছেন, ওই মোটরসাইকেলটি প্রথমে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তারের কাছ থেকে নেয়া হয়েছিল। তবে তিনি মোটরসাইকেলটি ফেরত দেননি এবং তা ব্যবহার করতে শুরু করেন আসাদুজ্জামান ভুট্রু। পরবর্তীতে উপজেলা প্রশাসন মোটরসাইকেলটি ফেরত চাইলেও ভুট্রু তা দিতে অস্বীকার করেন। এর প্রেক্ষিতে উপজেলা প্রশাসন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। 


বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ ভুট্রুর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন, আবার কেউ পুলিশি হস্তক্ষেপের সমালোচনা করছেন। 


এখনো পর্যন্ত এই ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়ায় স্থানীয় এলাকায় অস্থিরতা বিরাজ করছে।