আসন্ন রমজান ও ঈদ-উল-ফিতরকে ঘিরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর নৌপথকে নিরাপদ রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
নৌ পুলিশ ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নৌ পুলিশ ফরিদপুর অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার হাবিবুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. খালেক বেপারী, সাবেক সভাপতি মো. মোহন মন্ডল, দৌলতদিয়া লঞ্চঘাটের সুপারভাইজার নুরুল আলম মিলন সহ ঘাটের হকারের প্রতিনিধি, শ্রমিকের প্রতিনিধি প্রমুখ।
সভা সঞ্চালনা করেন দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এনামুল হক।
এসময় নৌ পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, রমজান ও ঈদকে কেন্দ্র করে নৌপথে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অজ্ঞান ও মলম পার্টির অপতৎপরতা রোধে টহল জোরদার করা হবে। লঞ্চঘাট, ফেরিঘাট ও টার্মিনালে নৌপুলিশের টহল দল মোতায়েন থাকবে।
তিনি আরও বলেন, রাতে ফেরিতে তিন টাস ও জুয়া খেলা বন্ধে কঠোর নজরদারি করা হবে।
সভায় বক্তারা নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে নিয়ম-নীতি মেনে চলার আহ্বান জানান এবং নৌ পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।