৫৩ বছর ধরে দেশের সম্পদ লুট করছেন শেখ সাহেবের সন্তানরা- মাসুদ সাঈদী

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, (জেলা প্রতিনিধি, পিরোজপুর)
প্রকাশিত: শনিবার ২৩শে নভেম্বর ২০২৪ ০৮:১৫ অপরাহ্ন
৫৩ বছর ধরে দেশের সম্পদ লুট করছেন শেখ সাহেবের সন্তানরা- মাসুদ সাঈদী

সাবেক উপজেলা চেয়ারম্যান ও মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র মাসুদ সাঈদী বলেছেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর আমরা যে বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি রাষ্ট্র গঠন করার স্বপ্ন দেখেছিলাম, তা আজও পূর্ণ হয়নি। তিনি দাবি করেছেন, দেশ স্বাধীন হওয়ার ৫৩ বছর পরও রাজনৈতিক নেতৃবৃন্দ ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা না করে জাতিকে শোষণ ও বঞ্চনায় ভরপুর একটি ব্যবস্থা উপহার দিয়েছেন। 


শনিবার (২৩ নভেম্বর) পিরোজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মাসুদ সাঈদী বলেন, “দীর্ঘ ৫৩ বছর ধরে রাজনৈতিক নেতারা শুধু নিজেদের লাভের জন্য দেশকে শোষণ করেছেন। দেশের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে, আর জনগণ দুর্ভিক্ষে ভুগেছে। শেখ সাহেবের সন্তানরা সোনার মুকুট পরে বিয়ে করেছেন, অথচ দেশের সাধারণ মানুষ না খেয়ে থেকেছে।” 


তিনি আরও বলেন, "আমরা গোপনে বেগম পাড়া দেখেছি, আর এসবের পেছনে ছিল বাংলাদেশের রাজনৈতিক দুর্বৃত্তায়নের কাহিনী। আমাদের দেশের শাসকরা দেশকে নিজেদের সম্পত্তি মনে করে লুটপাট করেছেন।" মাসুদ সাঈদী দেশের রাজনীতিতে নীতি-নৈতিকতার অভাবের কথা তুলে ধরে বলেন, “নীতি-নৈতিকতা নিয়ে যারা কথা বলেন, তাদের জনগণ এখনো পরীক্ষায় ফেলেছে।” 


সাঈদী পুত্র আরও বলেন, “৫ই আগস্ট ছাত্র-জনতার আন্দোলন ছিল এক বিশাল গণঅভ্যুত্থান। এটি শুধু ৩৬ দিনের আন্দোলনের ফলাফল নয়, বরং ১৭ বছর ধরে মেহনতি শ্রমিক, ছাত্র ও সাধারণ জনগণের সংগ্রামের ফসল। শ্রমিকদের ব্যাপক অংশগ্রহণের কারণে স্বাধীনতা আদায় সম্ভব হয়েছিল।” 


তিনি বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে দেখতে চান এবং জনগণের জন্য নীতি-নৈতিকতা সম্পন্ন নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। 


পিরোজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মাওলানা হারুনুর রশিদ খান, কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি। প্রধান বক্তা ছিলেন মো. কবির আহমেদ, কেন্দ্রীয় সহসভাপতি এবং বরিশাল অঞ্চল পরিচালক। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন জেলা আমির অধ্যক্ষ তোফাজ্জল হোসেন ফরিদ এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক প্রমুখ। 


মাসুদ সাঈদী দেশের ভবিষ্যত সম্পর্কে আশাবাদী হলেও, তার মতে, সঠিক নেতৃত্বের অভাবেই দেশে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব হচ্ছে না।