ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির ও যুবদলের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুই পক্ষের ১০ জন আহতের খবর পাওয়া গেছে।
শনিবার (২৩ নভেম্বর) বিকালে সরাইল অন্নদা হাই স্কুল মোড়ে তরুণ দলের কমিটি গঠনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার বিকালে তরুণ দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। তবে সেই কমিটি গঠন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল।
কর্মীসভা শেষে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী ও উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আলম তরুণ দলের কমিটি নিয়ে তর্কে জড়ায়।একপর্যায়ে দুলাল মাহমুদ ও নূর আলমের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় সরাইল উপজেলায় উত্তেজনা বিরাজ করছে।
সরাইল থানার অফিসার ইনচার্জ ( ওসি) রফিকুল হাসান বলেন, বিএনপি ও যুবদলের মধ্যে সমস্যা হয়েছে শুনতে পেয়েছি। তবে কি বিষয়ে সেটা জানিনা। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। সংর্ঘষের শুরুতে সরাইল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় এখন শান্ত রয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।