বিয়ের ৪ দিন পর সাবেক প্রেমিকের অপবাদের শিকার অতঃপর নববধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
গিয়াস উদ্দিন রনি- জেলা প্রতিনিধি , নোয়াখালী
প্রকাশিত: শনিবার ২৩শে নভেম্বর ২০২৪ ১১:৪৪ পূর্বাহ্ন
বিয়ের ৪ দিন পর সাবেক প্রেমিকের অপবাদের শিকার অতঃপর নববধূর আত্মহত্যা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে এক মর্মান্তিক ঘটনার জন্ম হয়েছে, যেখানে বিয়ের মাত্র চার দিন পর সাবেক প্রেমিকের অপবাদ এবং মানসিক নির্যাতনের কারণে নববধূ ফাহিমা আক্তার পপি (২২) আত্মহত্যা করেছেন। এই হৃদয়বিদারক ঘটনা ঘটে শুক্রবার (২২ নভেম্বর) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, যখন পপির জীবন বাঁচানোর সব প্রচেষ্টা ব্যর্থ হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, পপি চরবাটা ইউনিয়নের মো. সেলিমের মেয়ে এবং সৈকত সরকারি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। কলেজ জীবনে তার পরিচয় হয় মহিন ইসলাম রিয়াদের সঙ্গে, এবং দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু পরিবারের সম্মতিতে পপির বিয়ে হয় বিজিবি সদস্য আব্দুল্লাহ আল মাহমুদের সঙ্গে ১৮ নভেম্বর। বিয়ের পর সাবেক প্রেমিক রিয়াদ, পপির স্বামী মাহমুদকে তার এবং পপির পুরানো সম্পর্কের বিভিন্ন অশ্লীল ম্যাসেজ এবং যৌথ ভিডিও পাঠাতে শুরু করেন।


এ কারণে পপির স্বামী মাহমুদ এবং তার পরিবার পপিকে চরিত্রহীন বলে অপবাদ দিতে শুরু করেন, যার পরিপ্রেক্ষিতে পপি মানসিকভাবে ভেঙে পড়েন। তারা পপিকে বলতেন, "তুমি এমন মেয়ে, যে বেঁচে থাকার যোগ্য নয়।" অপমানিত হয়ে পপি আত্মহত্যার সিদ্ধান্ত নেন। ২০ নভেম্বর বিকেলে, নিজ বাড়ির পাশের এক আত্মীয়ের বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়, কিন্তু শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।


এ ঘটনায় পপির চাচা বাদী হয়ে চরজব্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্ত