মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শেখবাড়ি জামিয়া মাদরাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ইসলাহি জোড় শুক্রবার রাতে বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
শুক্রবার রাতে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন আঞ্জুমানের আমীরে শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী। তিনি তার বক্তব্যে বলেন, ‘‘ঐক্য মুসলমানদের বড় শক্তি। মুসলিম উম্মাহকে বিভক্তির পথ পরিহার করে ইসলামের পক্ষে এক হতে হবে।’’ তিনি আরও বলেন, ‘‘মুসলমানরা ঐক্যবদ্ধ থাকলে কোন শক্তি তাদের পরাজিত করতে পারবে না। ইসলামকে শক্তিশালী করতে আমাদের অহংকার, গর্ব এবং হিংসা পরিহার করে পীর-ওলামাদের নেতৃত্বে একত্রিত হতে হবে।’’
বিশাল জামিয়া ময়দানে আয়োজিত এই সম্মেলনে কোরআন তিলাওয়াত, হাদিসের বাণী ও ইসলাহী বয়ান শোনার জন্য দূর-দূরান্ত থেকে আগত হাজারো মুসল্লি শৃঙ্খলার মধ্যে অংশ নেন। সম্মেলনে প্রায় লক্ষাধিক মুসল্লি অংশ নেন। ভৈরবগঞ্জ বাজারের মহাসড়ক অবরুদ্ধ হয়ে যায় শত শত গাড়ির বহরের কারণে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও স্বেচ্ছাসেবক টিম মাঠে তৎপর ছিল। জরুরি চিকিৎসা সেবা দিতে ছিল অস্থায়ী মেডিকেল ক্যাম্প।
দুই দিনব্যাপী এই ইসলাহী সম্মেলনে বক্তৃতা প্রদান করেন—বরুণা মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা সাইদুর রহমান বর্ণভী, মাওলানা মামুনুল হক, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা সিবগাতুল্লাহ নূর, লেখক মাওলানা মুসা আল হাফিজ, অধ্যাপক মাওলানা আব্দুস সবুরসহ অর্ধশতাধিক দেশবরেণ্য আলেম-ওলামা। সম্মেলনের প্রধান দোয়া পরিচালনা করেন শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী।
বিশেষ আয়োজন হিসেবে, জামিয়ার ছাত্ররা আরবি ও বাংলা দেয়ালিকা প্রকাশ এবং অন্যান্য সৃজনশীল কার্যক্রমে অংশ নেয়, যা সম্মেলনে আগত মুসল্লিদের কাছে ব্যাপক প্রশংসিত হয়। মাদরাসার ছাত্র-শিক্ষক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সু-ব্যবস্থা ছিল উল্লেখযোগ্য।
এছাড়া, সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বরেণ্য বুজুর্গ মাওলানা হোসাইন আহমদ মাদানি (রহ.) এর খলিফা, শায়খ লুৎফুর রহমান বর্ণভীর (রহ.) এর দোয়ার ফল শেখবাড়ি জামিয়ায়। আঞ্জুমানে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা হযরত লুৎফুর রহমান বর্ণভী (পীর সাহেব বরুণা) ১৯৪৪ সালে এই সংগঠন প্রতিষ্ঠা করেন এবং দীর্ঘ দশক ধরে মানবতার কল্যাণে কাজ করে আসছে।
শেখবাড়ি জামিয়ার ইসলাহী জোড় ও সম্মেলন মুসলিম উম্মাহর ঐক্য এবং ইসলামের পক্ষে আরো একধাপ এগিয়ে যাওয়ার শক্তিশালী বার্তা দিয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।