বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় 'ফিনজাল' যে সময় আঘাত হানতে পারে,

নিজস্ব প্রতিবেদক
আবহাওয়া ডেস্ক
প্রকাশিত: শনিবার ৩০শে নভেম্বর ২০২৪ ১১:৪৮ পূর্বাহ্ন
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় 'ফিনজাল' যে সময় আঘাত হানতে পারে,

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি এখন ঘূর্ণিঝড় ফিনজালে পরিণত হয়েছে, যা আজ শনিবার বিকেলে ভারতের তামিলনাড়ু রাজ্যের পুদুচেরি উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)। এদিকে, তামিলনাড়ুর উপকূলীয় এলাকাগুলোর জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে।


আইএমডির তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় ফিনজালটি তামিলনাড়ুর কারইকাল ও মামাল্লাপুরমের মধ্য দিয়ে উপকূলে প্রবাহিত হতে পারে। এ সময় বাতাসের গতি ৭০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং ঝড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এছাড়াও, ঝড়ের কারণে ভারী বৃষ্টিপাত এবং প্রবল সাগরবর্ধিত ঢেউয়ের আশঙ্কা রয়েছে।


এটি ভারতের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বঙ্গোপসাগরে গত শুক্রবার, ২৯ নভেম্বর দুপুর ২:৩০টার দিকে গভীর নিম্নচাপের রূপ পরিবর্তন করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। ওই সময় ফিনজালটি পুদুচেরি থেকে ২৭০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্ব এবং চেন্নাই থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছিল।


ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় তামিলনাড়ুর রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কেকেএসএসআর রামচন্দ্রন জরুরি বৈঠক ডেকেছেন। তিনি সংশ্লিষ্ট জেলাগুলোর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রস্তুতি জোরদার করতে। এই জেলাগুলোর মধ্যে পুদুচেরি, চেন্নাই, তিরুভাল্লুর, চেঙ্গলপাট্টু, কাঞ্চিপুরম, ভিলুপুরম, কাল্লাকুরিচি এবং কুড্ডালোরসহ উপকূলীয় অঞ্চলগুলো অন্তর্ভুক্ত রয়েছে।


এটি চলতি বর্ষা পরবর্তী মৌসুমে বঙ্গোপসাগরে তৈরি হওয়া দ্বিতীয় ঘূর্ণিঝড়। এর আগে, অক্টোবর মাসে 'দানা' নামে আরেকটি ঘূর্ণিঝড় ভারতীয় উপকূলে আঘাত হানে, তবে ফিনজালের তুলনায় তা কম শক্তিশালী ছিল।


তামিলনাড়ু ও পুদুচেরির বাসিন্দাদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবিলায় উপকূলীয় এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে এবং জরুরি পরিষেবাগুলোর সঙ্গে যোগাযোগে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।