করোনায় মারা গেছেন খালেদার উপদেষ্টা ব্যারিস্টার জিয়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার ২৪শে এপ্রিল ২০২১ ০৬:২৪ অপরাহ্ন
করোনায় মারা গেছেন খালেদার উপদেষ্টা ব্যারিস্টার জিয়া

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান খান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শনিবার রাত ১০টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে ঢাকা-১৩ (ধামরাই উপজেলা) সাবেক এই সংসদ সদস্য মারা যান।


বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।ব্যারিস্টার জিয়াউর রহমান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


ব্যারিস্টার জিয়াউর রহমান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমানের ছেলে। তিনি পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য ছিলেন।তার জানাজা ও দাফন কোথায় কখন হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি।


#ইনিউজ৭১/জিহাদ/২০২১