সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীসহ ২০ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪ ০৩:৪২ অপরাহ্ন
সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীসহ ২০ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা

পটুয়াখালীর কলাপাড়ায় ভূমি অধিগ্রহণের নামে ৬ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান মহিবসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটি গত মঙ্গলবার কলাপাড়া আদালতে দায়ের করেন ভুক্তভোগী মো. জুয়েল মৃধা। 


এ ঘটনায় আসামির মধ্যে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মহিব, টিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, ব্যাংকার তরিকুল ইসলাম হিরন, ত্রাণ প্রতিমন্ত্রীর সাবেক এপিএস তরিকুল ইসলাম, ধানখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রিয়াজ তালুকদার, ধুলাস্বর ইউনিয়ন পরিষদের সদস্য মো. নুরুদ্দিন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আশিক তালুকদার, লালুয়া ইউপি সদস্য মো. লিটন সাউগার, মো. কামাল তালুকদার, বাদল মিয়া, মো. জাকির মৃধা সহ মোট ২০ জন অভিযুক্ত রয়েছে। মামলা নম্বর ১৫৫৭/২০২৪।


মামলার এজাহার অনুযায়ী, লালুয়া ও ধানখালী এলাকার পায়রা বন্দর এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের অধিগ্রহণকৃত জমি ও ঘর মালিকদের জিম্মি করে ২০% হারে চাঁদা দাবি করা হয়। এর মধ্যে বাদী ও সাক্ষীরা চাঁদা দিতে রাজি না হলে তাদের খুন ও জখমের হুমকি দেওয়া হয়। বাদী মো. জুয়েল মৃধাকে আটক করে তার কাছ থেকে অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। এরপর তাদের বরাদ্দকৃত ৮০ লাখ টাকা আত্মসাৎ করা হয়। 


তবে এর পরেও এখানেই শেষ হয়নি। পরে, চান্দুপাড়া মৌজার ৪২৭/৪২৮ খতিয়ানে বাদী মো. জুয়েল মৃধার ১২ একর ভূমির অধিগ্রহণের জন্য নির্ধারিত ৬ কোটি টাকা এলএ (ভূমি অধিগ্রহণ) অফিস থেকে উত্তোলন করে তা আত্মসাৎ করা হয়। 


এ ঘটনায় স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, ‘‘এ ধরনের দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ আর সরকারি অর্থ আত্মসাৎ করতে না পারে।’’ 


এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার পুলিশ জানিয়েছেন, মামলাটি খতিয়ে দেখা হচ্ছে এবং আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


এ মামলার ব্যাপারে আইনজীবীরা বলছেন, ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি, যাতে সাধারণ জনগণ চরম দুর্দশায় পড়তে না হয়। 


কলাপাড়া থানার কর্মকর্তারা জানিয়েছেন, মামলার তদন্ত দ্রুত এগিয়ে চলছে এবং আসামিদের আইনের আওতায় আনার জন্য সব ব্যবস্থা নেওয়া হবে। 


**আনোয়ার হোসেন আনু**  

কলাপাড়া (পটুয়াখালী)  

২৮ নভেম্বর ২০২৪