দেশে ২৪ ঘন্টায় দুইজনের মৃত্যু, আক্রান্ত বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
বিশেষ প্রতিবেদক - স্বাস্থ্য বিভাগ
প্রকাশিত: রবিবার ৩রা জুলাই ২০২২ ০৬:১৪ অপরাহ্ন
দেশে ২৪ ঘন্টায় দুইজনের মৃত্যু, আক্রান্ত বেড়েছে

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৯০২ জন।


রোববার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এর আগে, গতকাল (শনিবার) ছয়জনের মৃত্যু এবং ১ হাজার ১০৫ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।


বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩০৭ জন।


এ সময়ে ১২ হাজার ৩৪৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ২৪৬টি নমুনা। নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৫৩ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।


গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের একজন ঢাকা বিভাগের এবং একজন চট্টগ্রাম বিভাগের। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।


দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৭৮ হাজার ৬৮৯ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৬২ জনের। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮ হাজার ২৯৭ জন।


উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর এ ভাইরাসে প্রথম একজনের মৃত্যু হয়।