সরাইলে বিএনপি-যুবদলের সংঘর্ষ আহত ১০ জন

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: রবিবার ২৪শে নভেম্বর ২০২৪ ১২:১৬ পূর্বাহ্ন
সরাইলে বিএনপি-যুবদলের সংঘর্ষ আহত ১০ জন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির ও যুবদলের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুই পক্ষের ১০ জন আহতের খবর পাওয়া গেছে। 


শনিবার (২৩ নভেম্বর) বিকালে সরাইল অন্নদা হাই স্কুল মোড়ে তরুণ দলের কমিটি গঠনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার বিকালে তরুণ দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। তবে সেই কমিটি গঠন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল।


কর্মীসভা শেষে উপজেলা বিএনপির সাংগঠনিক  সম্পাদক দুলাল মাহমুদ আলী ও উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আলম তরুণ দলের কমিটি নিয়ে তর্কে জড়ায়।একপর্যায়ে দুলাল মাহমুদ ও নূর আলমের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় সরাইল উপজেলায় উত্তেজনা বিরাজ করছে।


সরাইল থানার অফিসার ইনচার্জ ( ওসি) রফিকুল হাসান বলেন, বিএনপি ও যুবদলের মধ্যে সমস্যা হয়েছে শুনতে পেয়েছি। তবে কি বিষয়ে সেটা জানিনা। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। সংর্ঘষের শুরুতে সরাইল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় এখন শান্ত রয়েছে।